Skip to content

Smart Card Check 2024। স্মার্ট কার্ড চেক ও ডাউনলোড

    বাংলাদেশের একজন ব্যক্তির নাগরিক হওয়ার পরিচয় বহন করে তার জাতীয় পরিচয় পত্র (NID) এর মাধ্যমে। বর্তমানে আমাদের দেশে Smart NID Card ব্যবহার করা হয়। আমাদের মধ্যে অনেকের স্মার্ট কার্ড রয়েছে। আবার অনেকে তার জন্য আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত আপনার কার্ড না পেয়ে থাকলে আপনি আপনার Smart NID status check করে নিতে পারেন। আর তা কিভাবে করবেন তা জানতে হলে নিজের আর্টিকেলটি ভালো করে পড়ুন ।

    Smart Card Check

     

    স্মার্ট এনআইডি (Smart NID) কি?

    আমাদের মধ্যে অনেকে জানে না যে স্মার্ট আইডি কি তাই চলুন প্রথমে জেনে নেওয়া যাক স্মার্ট আইডি আসলে কি— ডিজিটাল বাংলাদেশের সব কিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া আছে। একজন বাংলাদেশী হিসাবে তার জাতীয় পরিচয়কে প্রকাশ করে স্মার্ট আইডি কার্ড। এটি হলো ইলেকট্রনিক কার্ড, যেখানে একটি মাইক্রোচিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট থাকে। বাংলাদেশে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের প্রচলন করা হয় ২০০৮ সাল থেকে। আর ২০১৬ সাল থেকে চালু হয় স্মার্ট আইডি কার্ড। এটি এমন একটি নথি যা নিত্য নৈমিত্তিক জীবনধারায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপে প্রয়োজন হয়।

    Smart NID Status Check করতে যা দরকার

    Smart NID card check এর জন্য আমাদের সামান্য কিছু তথ্যের প্রয়োজন। মূল আইডি কার্ড থেকে আমরা সেই তথ্য নিয়ে নিতে পারব। মূলত Smart NID Status Check করার জন্য আমাদের দুইটি তথ্য জানতে হবে। যথা-

    ১. ভোটার আইডি কার্ড নাম্বার।

    ২. জন্ম তারিখ।

    Smart Card Check করার উপায়

    স্মার্ট আইডি চেক করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। ঘরে বসে খুব সহজে আপনার আইডি এর স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আমরা দুইটি উপায় ব্যবহার করতে পারি।

    ১. স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন।

    ২. SMS দ্বারা স্মার্ট আইডি চেক।

    অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

    যেকোনো কম্পিউটার বা স্মার্ট ফোন ব্যবহার করে অনলাইনে প্রথমে জাতীয় পরিচয় পত্র নিজস্ব ওয়েবসাইট প্রবেশ করতে হবে। অতঃপর আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার কিংবা ফরম নাম্বার এবং জন্ম তারিখ, ক্যাপচা পূরণ করে আমরা খুব সহজে জেনে নিতে পারবেন আপনার স্মার্ট আইডি স্ট্যাটাস কিংবা স্মার্ট আইডি কবে পাবেন এবং সেখান থেকে অনলাইন স্মার্ট আইডি ডাউনলোড করতে পারবেন।

    নিম্নের ধাপে ধাপে আরও ভালো করে বুঝানো হলো–

    • ভিজিট https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ওয়েবসাইট।
    • প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার/ ফরম নাম্বার দেন।
    • জন্ম তারিখ লিখে নিন। ক্যাপচা পূরণ করুন।
    • ক্লিক সাবমিট বাটন।

    SMS দ্বারা স্মার্ট আইডি চেক

    অনলাইনে আইডি চেক ছাড়াও আপনি চাইলে এসএমএস (SMS) এর মাধ্যমেও Smart Card Check করতে পারবেন। SMS দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল মেসেজ অপশন থেকে SC <space> NID <space> nid কার্ডের নাম্বার লিখতে হবে এবং 105 নাম্বারে মেসেজটি পাঠাতে হবে। এবার আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফরম নাম্বার দিয়ে কিভাবে SMS পাঠাতে হবে তার ফরমেট জেনে নিব।

    NID নাম্বার দিয়ে চেক

    NID দিয়ে আইডি চেক করার জন্য মেসেজের ফরমেটটি হবে – SC <space> NID<space> nid number.

    উদাহরণ : SC NID 7678198373178

    অতঃপর ১০৫ নাম্বারে সেন্ড করুন।

    ফরম নাম্বার দিয়ে চেক

    যদি আপনার কাজে আইডি কার্ড না থাকে তবে আপনার ভোটার হওয়ার সময় যে ফরম বা স্লিপ দেওয়া হয়েছিল সেটি ব্যবহার করেও আপনি আপনার Smart Card Check করতে পারবেন। এক্ষেত্রে আপনকে ফরম দেওয়া নাম্বার সংগ্রহ করে যেকোনো মোবাইল ফোনের মেসেজে অপশনে গিয়ে ১০৫ নাম্বারে একটি মেসেজ পাঠাতে হবে।

    মেসেজের জন্য আমাদেরকে যে ফরমেট ব্যবহার করতে হবে তা হলো– SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ

    উদাহরণ : SC F 9782927371 16-12-1971

    স্মার্ট কার্ড ডাউনলোড

    স্মার্ট কার্ড পাওয়ার জন্য আমাদেরকে নির্বাচন কমিশনে যেতে হয়। ডাউনলোড কিংবা অন্য কোন উপায়ে আপনি স্মার্ট কার্ড পাবেন না কেননা এটি একটি মাইক্রো চিপ সংযুক্ত কার্ড। তবে আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার আইডি কার্ডের অনলাইনে রেজিস্ট্রেশন করে লগইন করে নিতে হবে। লগইন করার পর আমরা ডাউনলোডের অপশন দেখতে পাবো এবং এইখান থেকে আমরা অনলাইন স্মার্ট কার্ড ডাউনলোড করে নিতে পারি।

    আশা করি এই আর্টিকেলের মাধ্যমে কিভাবে স্মার্ট কার্ড ডাউনলোড করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন।