বিকাশ নগদ ইত্যাদির মতো ডাচ বাংলা ব্যাংক কর্তৃক একটি মোবাইল ব্যাংকিং হচ্ছে রকেট। মূলত, বাকি সব মোবাইল ব্যাংকিং এর মধ্যে রকেট সেবা দিয়ে থাকে।
এখন আপনি যদি রকেট একাউন্ট ইউজার হন তাহলে আপনাকে অবশ্যই রকেট একাউন্ট কিভাবে চেক করতে হয় সে সম্পর্কে জানতে হবে তা না হলে আপনি তার সুযোগ-সুবিধা গ্রহণ করা থেকে বঞ্চিত হবেন।
রকেট একাউন্ট চেক করা খুবই সহজ রকেট। আজকে আমরা কথা বলবো কিভাবে বিভিন্ন পদ্ধতিতে রকেট একাউন্ট চেক করা যায়।
রকেট একাউন্ট চেক করার কোড | Rocket Account Balance Check
নগদ এর মত রকেট একাউন্ট দুই ভাবে চেক করা যায়।
- প্রথমত: কোড দিয়ে
- দ্বিতীয়ত: অ্যাপ দিয়ে
কোড দিয়ে চেক করার নিয়ম-
*322# এই কোড দিয়ে রকেট একাউন্ট চেক করা যায় এটি হচ্ছে রকেট একাউন্টের নিজস্ব কোড। মোবাইল দিয়ে এই কোডটি ডায়াল করলে আমরা প্রথমে ১০ টি অপশন দেখতে পারবো।
- Bill Pay– এটি হচ্ছে বিভিন্ন ধরনের বিল যেমন- বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ইত্যাদি পরিশোধ করার জন্য এই অপশন ব্যবহার করা হয়।
- Send Money– রকেটের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করতে হয়।
- Top Up– টপ আপ করতে অর্থাৎ মোবাইল রিচার্জ এর বেলায় ৩ লিখতে হয়।
- A/C (ব্যাংক একাউন্ট)– যদি আপনারা ডাচ বাংলা একাউন্ট থাকে এবং রকেটের মাধ্যমে সে একাউন্ট পরিচালনা করতে চান তাহলে রিপ্লেতে ৪ লিখুন।
- Balance– এই অপশন দ্বারা আপনার রকেট একাউন্টে কত টাকা আছে তা চেক করতে পারবেন অর্থাৎ এটি মূলত নিজের একাউন্ট চেক করার অপশন।
- Remittance– দেশের বাইরে টাকার ক্ষেত্রেই অপশন ব্যবহার হয়।
- Cashout– টাকা উত্তোলন অপশন।
- Merchant Pay– কোনো কিছু কেনাকাটা করে আপনি রকেট পেমেন্ট করতে পারেন।
- Toll Pay– যাতায়াতের ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে ব্রিজ, ফ্লাইওভারের টোল দিতে হয় তখন এর মাধ্যমে টোল দেওয়া যায়।
- Log Out– একাউন্ট লগ আউই দিতে ০ দিন।
নিচে রকেটের ৫ নং অপশন অর্থাৎ ব্যালেন্স চেক করার ধাপগুলো দেখানো হলো–
কতগুলো সহজ স্টেপ এর মাধ্যমে আমরা কোড দিয়ে রকেট একাউন্ট এর ব্যালেন্স চেক করে নিতে পারি। যথা–
- ১. মোবাইলে রকেট কোড *322# ডায়াল করুন।
- ২. অতঃপর দশটি অপশনের পেইজটি আসবে সেখানে রিপ্লাই এর স্থানে 5 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
- ৩. এবার আপনার রকেট পিন দিয়ে সাবমিট করলে তারা আপনাকে ব্যালেন্স মেসেজ এর জন্য অপেক্ষা করতে বলবে।
- ৪. আপনার মোবাইলের মেসেজ অ্যাপ গিয়ে রকেট থেকে আসা মেসেজ চেক করলে জানতে পারবেন আপনার একাউন্টে কত টাকা রয়েছে।
তাছাড়া রকেট কাস্টমার দের সুবিধার জন্য সরাসরি ব্যালেন্স কোডও রয়েছে *322*৫#। এটি ডায়াল করে নিজের রকেট পিন দিলেই ব্যালেন্স দেখতে পারবেন।
Read More
- রকেট একাউন্ট একটিভ করার নিয়ম (How to Activate Rocket Account)
-
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ | Nagad Cash Out Charge – 2022
অ্যাপ দিয়ে রকেট একাউন্ট চেক-
মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে অ্যাপ দিয়ে সহজে কার্যক্রম করা যায়। তাই স্মর্টফোন থাকলে অ্যাপ ব্যবহার করায় উত্তম। মূলত রকেট কোড যা সেবা রয়েছে অ্যাপও তা আছে তবে কোড থেকে অ্যাপ সময় সাশ্রয় করে বেশি।
উদাহরণস্বরূপ, অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করার উপায় দেখানো হলো-
- প্রথমে রকেট একাউন্টে যান (যদি না থাকে প্লে স্টোর থেকে রকেট একাউন্ট ডাউনলোড করে নিলেই হবে) এবং লগ ইন এর জন্য আপনার একাউন্ট নাম্বার ও গোপন পিন দেন এবং Log in বাটনে ক্লিক করুন।
- অতঃপর যে এন্ডোরফিনস দেখতে পারবেন সেখানে উপরে ট্যাপ ফর ব্যালেন্স (Tap for balance) এই জায়গায় ক্লিক করলেই আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে তা দেখতে পাবেন।
মাত্র দুটি স্টেপে ব্যালেন্স চেক হয়ে গেল। এছাড়া বাকি কার্যক্রমের ক্ষেত্রেও সময় লাগে না তাই স্মর্টফোন থাকলে অবশ্যই রকেট অ্যাপ ডাউনলোড করুন এবং সময় সাশ্রয় করে সেবা গ্রহণ করুন।