নগদ হচ্ছে বাংলাদেশের পোস্ট অফিসের ডিজিটাল আর্থিক পরিষেবা। বিকাশ ও রকেটের সাথে যে সকল নতুন মোবাইল ব্যাংকিং সেবা এসেছে তার মধ্যে নগদ সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও সফলতা অর্জন করেছে।
আর এই জনপ্রিয়তার মূলত কারণই হচ্ছে নগদের ক্যাশ আউট চার্জ। কেননা অন্যসব মোবাইল ব্যাংকি যেমন– বিকাশের ক্যাশ আউট চার্জের থেকে এটির চার্জ তুলনামূলক কম যা জনপ্রিয়তা বৃদ্ধি করছে।
নগদ এর মাধ্যমে আমরা খুব সহজে এবং কম খরচেই টাকা উত্তোলন করতে পারি। চলেন জেনে নেওয়া যাক নগদ একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে চার্জ কত দিতে হয়।
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ | Nagad Cash Out Charge – 2022
নগদ দ্বারা কোন ব্যক্তি যদি তার একাউন্ট থেকে ক্যাশ আউট করতে চায় তবে তাকে প্রতি ১০০০ টাকায় মাত্র ৯.৯৯ টাকা চার্জ দিতে হবে।
যা বর্তমান বাংলাদেশের অন্য সকল মোবাইল ব্যাংকিং সেবা গুলোর তুলনায় সবচেয়ে কম ক্যাশ আউট খরচ। নগদ এর ক্যাশ আউট এর সাথে কিছু শতাংশ ভ্যাট যোগ হয়।
তবে নগদ এর ক্যাশ আউট চার্জ নির্ভর করে আপনি কিভাবে টাকা উত্তোলন করছেন তার উপর। নগদ দ্বারা আপনি দুইভাবে ক্যাশ আউট করতে পারেন যার ভিত্তিতে চার্জ আসবে।
নগদের ক্যাশ আউট এর দুটি পদ্ধতি হচ্ছে–
১. কোড দিয়ে ও
২. অ্যাপ দিয়ে।
নগদে কোড দিয়ে ক্যাশ আউট করার চার্জ–
নগদেট কোড হচ্ছে *167#। নগদ এজেন্ট পয়েন্টে USSD বা কোড দ্বারা ক্যাশ আউট করলে খরচ হবে হাজারে ১২.৯৯ টাকা(ভ্যাট ছাড়া) অর্থাৎ ১০০০ টাকা উত্তোলনে চার্জ দিতে হবে ১২.৯৯ টাকা( ভ্যাট ছাড়া)। আর ভ্যাটসহ খরচ হবে ১৪.৯৪ টাকা।
অর্থাৎ, যদি কোনো ব্যক্তি তার নগদ একাউন্ট থেকে ১০০০ টাকা তুলতে চায় তবে তার একাউন্ট থেকে চার্জ ও ভ্যাটসহ সর্বমোট ১০১৪.৯৪ টাকা হবে।
Read More
নগদে অ্যাপ দিয়ে ক্যাশ আউট করার চার্জ–
নগদে ইউএসএসডি কোড ছাড়াও অ্যাপের মাধ্যমে টাকা উত্তোলন করার সুবিধা রয়েছে। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জের ক্ষেত্রে নগদ অ্যাপ সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।
নগদ অ্যাপ দ্বারা একাউন্ট থেকে টাকা উত্তোলন করলে প্রতি হাজারে চার্জ দিতে হয় ৯.৯৯টাকা(ভ্যাট ছাড়া)। আর হাজারে ভ্যাটসহ দিতে হয় ১১.৪৯ টাকা।
অর্থাৎ, অ্যাপ দিয়ে ১০০০টাকা ক্যাশ আউটে চার্জ ১০০৯.৯৯ টাকা(ভ্যাট ছাড়া) এবং ভ্যাটসহ ১০১১.৯৪টাকা।
সুতরাং নগদ একাউন্টে ক্যাশ আউট এর ক্ষেত্রে ইউএসএসডি কোড এর তুলনায় অ্যাপ থেকে টাকা উত্তোলনের করলে ৩.৫৪ টাকা চার্জ কম কাটে। তাই আপনি যদি নগদ দ্বারা কম চার্জ দিয়ে ক্যাশ আউট চান তাহলে আজই নগদ অ্যাপের সেবার অন্তর্ভুক্ত হন।
Process (পদ্ধতি) | হাজারে (ভ্যাট ছাড়া) | হাজারে (ভ্যাটসহ) |
App | ৯.৯৯টাকা | ১১.৪৯ টাকা |
USSD Code | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন রকেট অ্যাকাউন্টে কত টাকা খরচ হয়, ভিবিন্ন ভাবে। এই বিষয়ে কোন জানার থাকলে নিছে কমেন্ট করুন।