Skip to content

নগদ একাউন্ট খোলার নিয়ম | Nagad Account Open 2022

    বর্তমানের যুগ তথ্য প্রযুক্তির যুগ। এখন প্রযুক্তির ছোঁয়া সবকিছুতেই আছে। অতীতের মতো কাউকে পরিশ্রম করে আর কিছু করতে হয় না বলেই চলে। প্রায় সবকিছুই প্রযুক্তির মাধ্যমে করে ফেলা সম্ভব। তারই এক নমুনা হচ্ছে লেনদেন।

    আগে মানুষ লেনদেন করার মানেই তা হাতে-হাতে হবে তা জানতো কিন্তু ডিজিটাল প্রযুক্তি আরও সহজ ও বিকল্প ব্যবস্থা করে দিয়েছে।

    এখন লেনদেন মানেই হচ্ছে ব্যাংক অথবা কার্ড মোবাইল ব্যাংকিং সেবাসমূহ। তবে এই নতুন মোবাইল ব্যাংকিং সেবা এখন সবার কাছে পরিচিত। বিকাশ, রকেট, টেপ, উপায় ইত্যাদি হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা সমূহ।

    আর এই মোবাইল ব্যাংকিং এর এক নতুন সবার নামই হচ্ছে নগদ।বাংলাদেশ ডাক বিভাগের সাথে তো আমরা সবাই পরিচিত আর নগদ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের দ্বারা প্রতিষ্ঠিত একটি আর্থিক পরিষেবা।

    নগদ এর যাত্রা শুরু হয় ২০১৮ সালের নভেম্বর মাসে তবে এইটুকু সময়ের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হিসাবে পরিচিতি লাভ করেছে। বিকাশের মত এত জনপ্রিয় একটি ব্যাংকিকেও প্রতিযোগিতা করতে এখন সক্ষম।

    আর তার মূল কারণই হচ্ছে নগদ এর ক্যাশ আউট চার্জ। বর্তমানে নগদ দিচ্ছে সব থেকে কম ক্যাশ আউট চার্জ। তাছাড়া অন্যসব মোবাইল ব্যাংকির মতো নগদেও রয়েছে সেন্ট মানি, মোবাইল রির্চাজ, বিভিন্ন বিল পে ইত্যাদির সুবিধা।

    how to open nagad account

    তাই আপনি যদি এখনও নগদের সেবার অন্তর্ভুক্ত না হয়ে থাকন তাহলে আজই খুলে নিন আপনার নগদ একাউন্ট।

    এখন মনে নিশ্চয় প্রশ্ন আসছে নগদ একাউন্ট খোলে কিভাবে? আর সেই প্রশ্ন দূর করার জন্য এ আজকে আমরা আলোচনা করব নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে।

    নগদ একাউন্ট খোলার পদ্ধতি/নগদ একাউন্ট খোলার নিয়ম

    নগদ একাউন্ট খুব সহজে খুলে নেওয়া যায়। নগদে একাউন্ট করার জন্য নগদ জনগণকে তিনটি পদ্ধতির সুযোগ দিয়েছে। নগদ একাউন্ট খোলার দিনটি পদ্ধতি হচ্ছে–

    1. USSD কোডের মাধ্যমে।
    2. নগদ অ্যাপস দিয়ে।
    3. নগদের উদ্যোক্তা পয়েন্ট বা কাস্টমার সার্ভিস পয়েন্টর কাজ থেকে।

    এই নিয়ম দ্বারা আপনি আপনার নগদ একাউন্ট খুলে নিতে পারে। তবে যে পদ্ধতি দিয়ে একাউন্ট খুলেন না কেন তার আগে আপনার কিছু প্রয়োজনীয় জিনিস থাকা দরকার।

    আর তা হচ্ছে –

    • সক্রিয় একটি সিম কার্ড
    • সচল আছে এমন একটি মোবাইল
    • ন্যাশনাল আইডি কার্ড (যেখানে প্রযোজ্য)
    • নগদ অ্যাপ (যদি ব্যবহার করেন বা এর দ্বারা একাউন্ট করেন)
    • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (যেখানে প্রযোজ্য)

    1/ USSD কোড দিয়ে ( বাটন ফোনে কিভাবে নগদ একাউন্ট খুলবো ?)

    ইউএসএসডি কোডের মাধ্যমে যে কেউ অতি সহজে স্মার্টফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারে। নগদের USSD Code হচ্ছে *167#

    • প্রথমে আপনাকে নগদের ইউএসএসডি কোড(*167#) ডায়াল করতে হবে।
    • পরবর্তী স্টেপে আপনাকে একটি চার ডিজিটের একটি পিন সেট করতে বলা হবে। আপনি একটি চার ডিজিটের পিন সেট করবেন যা মনে রাখার যোগ্য এবং তা কারো সাথে শেয়ার করবেন না। প্রথমবার পিন দেওয়ার পর আপনাকে পুনরায় পিন কনফার্ম করার জন্য বলা হবে তখন আবার পিন দিতে হবে।

    এরপর আপনার নগদ একাউন্ট খুলে যাবে এবং নগদে সুযোগ-সুবিধাগুলো ভোগ করতে পারবেন। মাত্র দুটি স্টেপের মাধ্যমে নগদ একাউন্ট খোলা হয় গেলো। এতে ছবি বা NID কার্ডেরও প্রয়োজন নেই। তাই অনেকেই নগদ একাউন্ট খোলার জন্য ইউইসইসডি কোর্ডের পদ্ধতি ব্যবহার করে থাকে।

    2/ অ্যাপ দ্বারা নগদ একাউন্ট খোলার নিয়ম

    বর্তমানের মানুষ এত স্মার্ট যে এখন তারা ঘরে বসে সবকিছু করতে পারে। আর অ্যাপস মাধ্যমে নগদ একাউন্ট খোলা হচ্ছে একটি স্মার্ট পদ্ধতি।

    ☑ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে নগদ এর অফিশিয়াল অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে।

    ☑ ডাউনলোডের পর নগদে প্রবেশ করুন এবং সেখানে রেজিষ্ট্রেশন করুন নামে একটি অপশন রয়েছে সে বাটনে ক্লিক করেন।

    ☑ এবার আপনাকে আপনার যে নাম্বারে নগদ একাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিতে হবে এবং পরবর্তী ধাপে যান।

    ☑ সিম অপারেটর সিলেক্ট করেন ও সামনে ধাপে এগিয়ে যান।

    ☑ এই ধাপে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড(NID)এর ছবি তুলতে হবে ক্লিয়ার ভাবে। প্রথমে আইউি কার্ডের প্রথম অংশ এবং পরে পিছনের অংশ ছবি তুলতে হবে।

    ☑ পরবর্তী পেজে আপনার নিজের ছবি তুলতে হবে। ছবি আলোযুক্ত জায়গায় তোলবেন যাতে মুখমন্ডল স্পষ্ট দেখা যায় এবং ক্যামেরায় সোজাসুজি তাকাবেন মাঝেমধ্যে চোখের পলক ফেলবেন। এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া থাকে সেগুলো ফলো করলে সফল ভাবে ছবি তুলতে পারবেন। সফল ছবি তোলার পর পরবর্তী ধাপে যান।

    ☑ এবার আপনার ইচ্ছামত একটি চার ডিজিটের পিন দিতে হবে তবে তা একটু ইউনিয়ক দেওয়ার চেষ্টা করবেন। একবার পিন দেওয়ার পর আবার কনফার্ম পিন দিতে হবে তখন আবার সেইম পিন দিবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করুন।

    ☑ অতঃপর একাউন্ট ভেরিফিকেশন এর জন্য আপনার মোবাইলে নগদ থেকে একটি ওটিপি(কোড মেসেজ)পাঠানো হবে। আপনাকে কোডটি সঠিকভাবে ওটিপির ঘরে বসতে হবে। এবার আপনার কাজ শেষ যদি আপনি সব সঠিকভাবে দেয় সবকিছু কমপ্লিট করে থাকে তবে আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে।

    এখন আপনি নগদ অ্যাপ দিয়ে সেন্ট মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি নগদ মোবাইল ব্যাংকি সেবা নিতে পারবেন।

    Read More

    3/ উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

    যদি কোন ব্যক্তি উপরোক্ত এই দুই পদ্ধতি ধারণা নগদ একাউন্ট খুলতে না পারে বা তার এগুলো পছন্দ না হয়। তবে তার একাউন্ট খোলার একমাত্র মাধ্যম হচ্ছে নগদ এজেন্ট পয়েন্টে গিয়ে একাউন্ট খোলা। নিকতম উদ্যােক্তা পয়েন্ট গেলেই তারাই আপনার একাউন্ট খোলে দিবে আপনার কিছুই করতে হবে না। কিন্তু যাওয়ার সময় কিছু জিনিস সঙ্গে নিয়ে যাবেন যথা-

    • আপনার মোবাইল
    • সিম কার্ড(যে সিমে একাউন্ট খোলবেন)
    • ন্যাশনাল আইডি কার্ড(NID)
    • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

    নগদ এজেন্ট পয়েন্ট বা উদ্যোক্তা পয়েন্টে কাছে গেলে তারা আপনাকে একটি ফর্ম দিয়ে তা পূরণ করতে বলবে। তা সঠিকভাবে পূরণ করে দিলে তারা আপনার একাউন্ট খুলে দিবে। ৫০টাকা ক্যাশইন মাধ্যমেই আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে।

    এভাবে অ্যাপ,কোট কিংবা এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার নগদ একাউন্ট খুলে নিতে পারেন। আর গ্রহণ করতে পারেন সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ও বিভিন্ন সেবা। তাই আজই নিজের নগদ একাউন্ট খুলুন।