সরকারি কর্মকর্তাদের কাছে একটি পরিচিত বিষয় হচ্ছে জিপিএফ (GPF)। তবে অনেকেই জানে না কিভাবে জিপিএফ ব্যালেন্স চেক করতে হয়। ফলে ব্যক্তি তার জিপিএফের বর্তমান ব্যালেন্স কত আছে সেই সম্পর্কে জ্ঞাত থাকে না। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম।
জিপিএফ ব্যালেন্স চেক
GPF (জিপিএফ) বা General Provident Fund হচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য একটি লাভজনক ব্যবস্থা। যাকে আমরা অনেকে পেনশনও বলে থাকে। সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মূল বেতন থেকে সর্বনিম্ন ৫% হতে সর্বোচ্চ ২৫% কাটা হয়। যা বছর শেষে সরকার নির্ধারিত মুনাফাসহ জিপিএফ এর ব্যালেন্স বের করা হয়।
জিপিএফ এর জমাকৃত অর্থের উপর সরকার ১৩ % চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করে থাকেন। একজন কর্মচারীর বয়স ৫২ বছর হলে চূড়ান্তভাবে জিপিএফ এর টাকা উত্তোলন করা যায় এবং চাকরি শেষে উত্তোলন চূড়ান্ত উত্তোলন করা যায়। এর আগে চাইলেও টাকা চূড়ান্তভাবে উত্তোলন করা যায় না। জিপিএফ এর মূল উদ্দেশ্য হচ্ছে অবসরকালে সঞ্চিত একটা মোট টাকা গ্রাহকের হাতে তুলে দেওয়া।
জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
পূর্বে, জিপিএফ তথ্য জানতে, জিপিএফ হিসাব স্লিপ উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে অর্থ বছরের শেষে অর্থাৎ জুলাই মাসে সংগ্রহ করতে হতো। যা এখন অনেক সহজ কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স চেক করতে পারেন।
জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য প্রথমে জিপিএস এর ওয়েবসাইটে- www.cafopfm.gov.bd প্রবেশ করতে হবে। এরপর GPF Information ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ও এনআইটি দিয়ে সাবমিট করুন। যে নাম্বার দিয়েছেন সেখানে আসা OTP দিয়ে ভেরিফিকেশন করে নিলেই আপনি আপনার GPF balance দেখতে পারবেন।
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যা লাগে
বর্তমানে খুব সহজেই ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে জিপিএম ব্যালেন্স চেক করে নিতে পারবেন। অনলাইনে চেক করার জন্য যা লাগে নিম্নে তা উল্লেখ করা হলো–
১. কম্পিউটার / স্মার্ট ফোন / ট্যাব (যেকোনো একটি হলেই হবে।)
২. ইন্টারনেট (অনলাইনে চেক করার জন্য অবশ্যই ইন্টারনেটের লাগবে।)
৩. NID (যা ফিক্সেশন করার সময় ব্যবহার করেছেন।)
৪. মোবাইল নাম্বার (ফিক্সেশন করার সময় ব্যবহার যা করেছেন।)
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক নিয়ম
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আমাদের নিম্নের ধাপ গুলো অনুসরণ করতে হবে–
১. কম্পিউটার কিংবা মোবাইলে যে কোন ব্রাউজারে www.cafopfm.gov.bd লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর আমরা স্ক্রিনে কয়েকটি অপশন দেখতে পাব, সেখান থেকে GPF Information অপশনটি বের করে click here বাটনে ক্লিক করতে হবে।
৩. এবার আপনি আপনার পে ফিক্সেশন বা ইএফটি(EFT) করার সময় যে জাতীয় পরিচয় পত্র(NID) এবং মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন এখন সেই জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং মোবাইল নাম্বার দেন। সাবমিট বাটনে ক্লিক করুন।
৪. Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP যাবে। OTP টি লিখে যে অর্থবছরের GPF হিসাব দেখতে চান Fiscal Year অপশন থেকে সে বছরটি সিলেক্ট করে Submit বাটনে আবার ক্লিক করুন ।
এবার আপনি আপনার জিপিএফ এর সকল তথ্য দেখতে পারবেন। আপনি চাইলে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। যা পরবর্তীতে জিপিএফ এর টাকা তোলার উত্তোলনে জন্য ব্যবহার করতে পারবেন।
আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আশা করি আপনাকে জিপিএফ ব্যালেন্স চেক করার ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনি ঘরে বসেই তা নিজেই দেখে নিতে পারবেন।
FAQ’s
জিপিএফ কি?
GPF (জিপিএফ) বা General Provident Fund হচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য এমন একটি ব্যবস্থা যা অবসরকালীন সময়ে সঞ্চিত একটা মোট টাকা গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়।
জিপিএফ ব্যালেন্স কি অনলাইন এর মাধ্যমে দেখা যায়?
হ্যাঁ,ঘরে বসে আপনি অনলাইনে মাধ্যমে জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন।