BRTA ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য কোথাও যেতে হবে না এখন ঘরে বসে আপনি খুব সহজে নিজের ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে পারেন।
ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য সঠিক আছে কিনা কিংবা প্রিন্ট হয়েছে কিনা এই সকল বিষয় জানতে হলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
বাংলাদেশের বিআরটিএ (BRTA) জনগণের সুবিধার্থে একটি ডেভেলপ করেছে যা দ্বারা আপনি ড্রাইভিং লাইসেন্স চেক, তথ্য যাচাই এবং অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। যার নাম হচ্ছে BRTA DL Check। এই সফটওয়্যারটি আপনি ios কিংবা Android যেকোনো মোবাইলে সহজে ব্যবহার করতে পারবেন।
কিভাবে BRTA DL Checker দিয়ে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারি এর বিস্তারিত জেনে নেওয়া যাক।
ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
BRTA ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে আমাদের স্মার্টফোনের প্লে স্টোর থেকে BRTA এর সফটওয়্যার অর্থাৎ BRTA DL Checker ডাউনলোড করে নিতে হবে। অতঃপর অ্যাপটি ওপেন করে আপনার Reference No কিংবা DL no এবং Date of birth দিয়ে সাবমিট করলে BRTA এর অফিসিয়াল সার্ভার থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস, ছবি ইত্যাদি তথ্য সম্পর্কে জানতে পারবেন।
রেজিস্ট্রেশন নাম্বার চেক করার উপায়
আপনি মোবাইলের সাহায্যে রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নিতে পারেন এই জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ২৬৯৬৯ নাম্বারে NP লিখে একটি SMS করতে হবে। অতঃপর উক্ত নাম্বার থেকে আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেটের তথ্য পাঠানো হবে।
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ২০২৪
সফটওয়্যার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আমাদেরকে দুটি ধাপ অনুসরণ করতে হবে।
১. ইনস্টল করা:
ফোনের play store থেকে প্রথমে অ্যাপটি সার্চ করে DL Checker ইন্সটল করুন। ইনস্টল করার সময় অবশ্যই চেক করে নিবেন অ্যাপটি ডেভেলপ করা কিনা।
২. তথ্য প্রদান করা:
অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করুন। অতঃপর আপনার জন্ম তারিখ, ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করুন। সাবমিট করার পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস, মেয়াদ ইত্যাদি সবকিছু দেখতে পাবেন।
আশা করি, এই পোষ্টের মাধ্যমে নিজের অথবা অন্য যে কোন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স খুব সহজে চেক করে নিতে পারবেন।