বিকাশ আছে তবে একাউন্টের ব্যালন্স চেক করতে পারছেন না ?
তাহলে এই পোস্টটি আপনার জন্য।
বিকাশ বাংলাদেশের একটি অনলাইন পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, অনলাইন শপিং, টিকিট ক্রয়, এবং অন্যান্য লেনদেন সম্পন্ন করতে পারেন। কিভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালন্স চেক করবেন চলুন দেখা যাক।
বিকাশে একাউন্টে টাকা দেখার নিয়ম
বর্তমান সময়ে আমরা সকলেই বিকাশের সাথে পরিচিত। বাংলাদেশে বিকাশের ৫০ মিলিয়নেরও বেশি রেজিষ্ট্রি করা ব্যবহারকারী এবং প্রায় ৩ লক্ষ এজেন্টের নেটওয়ার্ক রয়েছে। জনপ্রিয় বিকাশ মোবাইল ব্যাংকিং দিয়ে আমরা লেনদেন, মোবাইল রিচার্জ, বিভিন্ন বিল পেমেন্ট করতে পারি।
তবে আমাদের মধ্যে অনেকেই আছে বিকাশ একাউন্ট থাকা সত্ত্বেও তারা তাদের একাউন্টে কত টাকা আছে অর্থাৎ বিকাশ ব্যালেন্স চেক করতে পারে না। বিকাশ একাউন্টে টাকা দেখার নিয়ম খুবই সহজ। কয়েকটি ধাপের মাধ্যমেই আমরা বিকাশ একাউন্টে টাকা চেক করতে পারব। তাই চলুন নিয়মটি জেনে নেওয়া যাক।
বিকাশে টাকা দেখার নিয়ম গুলো কি কি?
একটি বিকাশ অ্যাকাউন্টের সকল টাকা এক জায়গায় দেখা যায়। বিকাশে একাধিক নিয়মে একাউন্ট ব্যালেন্স চেক করা যায়। বিকাশ একাউন্টের টাকা দেখার জন্য তিনটি উপায় ব্যবহার করতে পারেন।যথা-
- কোডের মাধ্যমে
- অ্যাপের মাধ্যমে
- মেসেজ চেক করে
ইউএসএসডি (USSD) কোড ব্যবহার করে ব্যালেন্স চেক । bKash Account Balance Check Code
বিকাশের একটি নির্দিষ্ট ইউএসএসডি (USSD) কোড রয়েছে যা হচ্ছে *247#। এই কোডটি দিয়ে যে কোন মোবাইল ফোনের ডায়ালার থেকে ডায়েল করে নিম্নোক্ত ধাপ গ্রহণ করার মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করা যায়।
১. যে কোনো মোবাইল ফোনের ডায়ালার অপশনে গিয়ে বিকাশের ইউএসএসডি (*247#) করতে ডায়াল করতে হবে।
২. ডায়াল করার পর আমরা 10 টি অপশন মোবাইল স্ক্রিনে দেখতে পাব। সেখান 9 নম্বর অপশনটি (My bKash) নামে থাকবে। এইখানে নিচে মেসেজ বক্সে ইংরেজিতে ‘9’ লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে।
৩. সেন্ড করার পর আমরা আবারও কতগুলো অপশন দেখতে পাব। এখানে প্রথম অপশন টি (Check balance) নামে থাকবে। অতঃপর আমরা 1 লিখে সেন্ড করে দিব।
৪. এবার আমাদের সকলের নিজস্ব বিকাশের গোপন পিনটি সেন্ড করতে হবে।
৫. এখন মোবাইলের স্ক্রিনে আমাদের বিকাশ একাউন্টে কত টাকা রয়েছে তা দেখতে পাবো।
ইন্টারনেট বা স্কিন টাচ ফোন না থাকলে অথবা যে সকল ফোনে অ্যাপ সাপোর্ট না করে তারা উক্ত নিয়মের মাধ্যমে অতি সহজেই বিকাশের ব্যালেন্স চেক করতে পারবে। মনে রাখতে হবে, আমরা যে ফোন ব্যবহার করে বিকাশের ব্যালেন্স চেক করছি তাতে বিকাশ একাউন্টটি যে নাম্বারে করা সেই নাম্বারটি থাকে। অন্য নাম্বার থাকে কোড ডায়াল করলে আমরা সেই বিকাশ একাউন্টের টাকা দেখতে পাবনা।
অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক
যদি আপনার স্মার্ট ফোন হয় এবং অ্যাপস সাপোর্ট করে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে তাতে লগইন করে বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। যা খুব দ্রুত এবং তুলনামূলক সহজ নিয়ম।
১. প্রথমে আপনি আপনার ফোনে বিকাশ অ্যাপটি ওপেন করুন। আর যদি অ্যাপ না থাকে তবে তা ডাউনলোড করে সেটআপ করে নিন।
২. অ্যাপ ওপেন হওয়ার পর গোপন পিন দিয়ে লগইন করুন।
৩. অতঃপর স্ক্রিনে বিকাশের হোম পেজ দেখতে পাবেন। সেখানে ” ব্যালেন্স জানতে ট্যাপ করুন ” বা ” Tap for Balance ” বাটন ক্লিক করলে আপনি আপনার জানতে পারবেন।
ম্যাসেজের মাধ্যমে ব্যালেন্স চেক
কোড ও অ্যাপ ছাড়াও মোবাইলের মেসেজের সাহায্যে আপনারা বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। সাধারণত বিকাশ তাদের প্রতিটি ট্রানজেকশনের পরেই একটি মেসেজ গ্রাহকদের পাঠাই। যাতে আপনি কত টাকা টান্সফার বা ব্যয় করা টাকার পরিমাপ এবং বর্তমানে আপনার একাউন্টে কত টাকা রয়েছে সবকিছু লেখা থাকে।
এই মেসেজ থেকে আপনার সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ অ্যাপ ওপেন করলেই আপনি বিকাশ থেকে পাঠানো মেসেজটি দেখতে পাবেন এবং তাতে প্রবেশ করলে আপনি ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।
শেষকথা
উক্তভাবে কোনো ব্যক্তি তার নিজস্ব বিকাশ একাউন্টে কত টাকা আছে অর্থাৎ Bkash account balance check সম্পর্কে জেনে নিতে পারবে।
আশাকরি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বিকাশ একাউন্টের টাকা দেখার সমস্যার সমাধান হবে। যদি কোন ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন।