Skip to content

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে | Jonmo Nibondhon Fee

    জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে- আপনি যদি এ প্রশ্নের সম্মুখীন হন তাহলে এ পোস্টটি আপনার জন্য। আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।

    জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

    জন্ম নিবন্ধন আমাদের সবার জন্য একটি প্রয়োজনীয় পত্র। জন্ম নিবন্ধনে মাঝে মধ্যে কিছু ভুল হয়ে থাকে তবে তা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক করা যায়। সেই সংশোধনের জন্য কত টাকা ফ্রী এর প্রয়োজন হয় তা নিম্নে আলোচনা করা হলো।

    জন্ম নিবন্ধন বা সংশোধন করার ক্ষেত্রে কিছু ফি দিতে হয় যা সরকার কর্তৃক নির্ধারিত আছে।

    কোন কাজের জন্য কত টাকা ফি দিতে হয় তা নিচে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হলো–

    • কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুর দিন থেকে ৪৫(পঁয়তাল্লিশ)দিনের মধ্যে ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন করতে কোন ফি দিতে হয় না।
    • কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুর ৪৫(পঁয়তাল্লিশ)দিন পর থেকে সেই ব্যক্তির ৫(বৎসর) হওয়ার আগ পর্যন্ত তার জন্ম বা মৃত্যুর নিবন্ধনের ফি হচ্ছে- ২৫(পঁচিশ) টাকা।
    • ৫(পাঁচ)বৎসর এর পর থেকে যেকোনো বয়সের অর্থাৎ ব্যক্তির বয়স ২০,৩৫,৬০ইত্যাদি যতই হক না কেন সেই ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধনের ফি নির্ধারণ করা আছে- ৫০ টাকা।
    • জন্ম নিবন্ধনে শুধু জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে- ১০০টাকা।
    • জন্ম তারিখ ব্যতীত অন্যান্য তথ্য যেমন -নাম,পিতা/মাতার নাম,ঠিকানা ইত্যাদি সংশোধনের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে- ৫০টাকা।
    • বাংলা ও ইংরেজি উভয় ভাষায়, মূল সার্টিফিকেট বা পরিবর্তনের পর সার্টিফিকেটের কপি সম্পূর্ণ বিনামূল্যে
    • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহে ফি নির্ধারণ করা হয়েছে- ৫০টাকা।

    bangladesh-jonmo-nibondhon-fee

    সরকার নির্ধারিত জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট ফি এগুলো হলেও আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি প্রায় এর থেকে বেশি টাকা দাবি করে থাকে।

    Read More:

    ক্রমিক

    সময়সীমা

    মুল্য

    কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুর দিন থেকে ৪৫(পঁয়তাল্লিশ)দিনের মধ্যে নিবন্ধন ফি- বিনামূল্যে

    কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুর ৪৫(পঁয়তাল্লিশ)দিন পর নিবন্ধন- ২৫ টাকা

    ৫(পাঁচ)বৎসর এর পর থেকে যেকোনো বয়সের ক্ষেত্রে নিবন্ধন- ৫০ টাকা

    জন্ম নিবন্ধনে শুধু জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ফি- ১০০ টাকা

    জন্ম তারিখ ব্যতীত অন্যান্য তথ্য যেমন -নাম,পিতা/মাতার নাম,ঠিকানা ইত্যাদি সংশোধনের ক্ষেত্রে ফি- ৫০ টাকা

    বাংলা ও ইংরেজি উভয় ভাষায়, মূল সার্টিফিকেট বা পরিবর্তনের পর সার্টিফিকেটের কপির ফি- বিনামূল্যে

    বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহে ফি- ৫০ টাকা

    আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট ফি সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়েছেন।যদি কোনো তথ্য আপনার কাছে সন্দেহবোধক মনে হয় তাহলে অবশ্যই সরকারি ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নিতে পারেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *