Skip to content

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার উপায় | Nagad electricity bill payment

    ঘরে বসে বিদ্যুৎ বিল?

    শুনতে অবাক লাগলেও বর্তমান সময়ে আপনি ঘরে বসেই নগদের সাহায্যে খুব সহজেই বিদ্যুৎ বিল দিতে পারবেন। আর তা কিভাবে দিবেন সেটিই আমাদের আজকের আলোচনার বিষয়।

    বর্তমান আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে ঘরে বসেই প্রায় সব কাজ করে নেওয়া সম্ভব। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা ঘরে বসেই চাইলে বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারি। আর আমাদেরকে এই সেবা দিচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং।

    নগদ তাদের বিভিন্ন সেবা সমূহ যেমন- সেন্ড মানি মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, অনলাইন পেমেন্ট ইত্যাদি সেবার সাথে বিদ্যুৎ বিল দেওয়ার সেবাও দিচ্ছে। যার ফলে আমরা খুব সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারব।

    আমাদেরকে আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতেও হচ্ছে না।তাই আমাদেরকে কিভাবে নগদে বিদ্যুৎ বিল দেওয়া যায় সেই সম্পর্কে জানতে হবে। আর দেরি না করে আলোচনায় যাওয়া যাক।

    নগদে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম নগদের মাধ্যমে আমরা বিভিন্ন উপায়ে বিদ্যুৎ বিল প্রদান করতে পারি। তবে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করা।

    নগদে বিদ্যুৎ বিল দেওয়ার উপায় সমূহ
    ১. নগদ অ্যাপে।
    ২. ইএসএসডি কোড ডায়াল দ্বারা।
    ৩. নিকটস্থ নগদ এজেন্টের কাছে গিয়ে।

    নগদে বিদ্যুৎ বিল দেয়ার উপায়

    নগদে বিদ্যুৎ বিল দেওয়ার উপায় Nagad Electricity Bill Payment

    ১/ নগদ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ

    আপনার মোবাইল ফোনে যদি নগদ অ্যাপ থাকে তবে, আপনার মোবাইল ফোনে যদি নগদ অ্যাপ থাকে তবে কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি ঘরে বসে নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবে।

    ১. প্রথমে নগদ অ্যাপ লগইন করুন।

    ২. অতঃপর পেমেন্ট অপশনে গিয়ে সেখান থেকে পে-বিল অপশনটি সিলেক্ট করুন।

    ৩. এবার আপনার বিদ্যুৎ বিলের ধরন বাছাই করুন।

    ৪. এখানে বিভিন্ন কোম্পানির নাম দেখাবে সেখান থেকে আপনার বিদ্যুৎ বিলের কোম্পানিটি বাছাই করুন।

    ৫. আপনার মিটারের বিপরীতে আপনার যেই কাস্টমার বা কন্জিউমার নাম্বার টি রয়েছে তা প্রধান করুন এবং কোন মাসে বিল প্রদান করছেন তা নির্ধারণ করুন ।

    ৬. এবার বিল এমাউন্ট এবং রেফারেন্স হিসাবে কাস্টমার বা কন্জিউমারের নাম দিন।

    ৭. এখন পরবর্তী অপশনটিতে এবং আপনার নগদে পিনটি দিয়ে আবার পরবর্তী অপশনে প্রেস করলেই আপনার বিল পে হয়ে যাবে।

    বিল পেমেন্ট এর পূর্বে অবশ্যই আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করে নিবেন সেইখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা। যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তবে বিল পেমেন্ট সম্পূর্ণ হবে না।

    ২/ ইউএসএসডি কোড দিয়ে বিদ্যুৎ বিল পেমেন্ট

    যদি কারো স্মার্টফোন না থাকে অথবা কোনো কারনে অ্যাপ দিয়ে বিল পে করতে পারছেন না তবে আপনি নগদের ইউএসএসডি কোডের ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করেতে পারবেন।

    • আপনার মোবাইল থেকে নগদ ইউএসএসডি কোড(*167#) ডায়াল করুন।
    • এবার বিভিন্ন অপশন থেকে Bill pay এর জন্য 5 লিখে সেন্ড করুন।
    • এখন ইলেকট্রিসিটির(Electricity) জন্য 1লিখে সেন্ড করুন।
    • এরপর বিদ্যুৎ সাপ্লাইয়ার বিভিন্ন কোম্পানির নাম থেকে আপনার ব্যবহার বিদ্যুৎ কোম্পানিটি যত নাম্বারে আছে সেই নাম্বারটি লিখে সেন্ড করুন।
    • আপনার বিদ্যুৎ বিলে থাকা কাস্টমার নাম্বার বা কন্জিমার নাম্বার সেন্ড করুন।
    • বিলের পরিমান সেট করুন এবং আপনার নগদ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে।

    ৩/ নিকটস্থ নগদ এজেন্টের কাছে গিয়ে বিল পেমেন্ট

    যদি কারো নগদ একাউন্ট না থাকে বা তা চালাতে না জানে তখন আপনারা বিল দেওয়ার জন্য আপনার নিকটস্থ নগদ এজেন্টদের সাথে যোগাযোগ করে সহজেই বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন।

    আপনি আপনার কাছাকাছি যেকোনো নগদের দোকানে গিয়ে বিল পেমেন্ট করতে পারবেন তবে এক্ষেত্রে তারা আপনার কাছ থেকে এক্সট্টা কিছু টাকা রাখতে পারে বিল দিয়ে দেওয়ার জন্য। অবশ্য তা পরিমাণে অল্প।

    নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ

    নগদে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য চার্জ দিতে হয়। বিদ্যুৎ বিল কোম্পানি নগদের সাথে বিভিন্ন এমাউন্টের চার্জ ঠিক করেছে তাদের সাথে ডিল করার মাধ্যমে। নিজস্ব বিদ্যুৎ সাপ্লাইয়ের কোম্পানির নাম অনুসারে আমাদেরকে চার্জ দিতে হবে।

    Biller Name

    Charge

    DPDC Up to Tk. 400: Tk. 5
    Tk. 401 – 1500: Tk. 10
    Tk. 1501 – 5000: Tk. 15
    Tk. 5000+: Tk. 25
    DESCO EKPAY 0.90%; Max Tk. 5
    DESCO Postpaid 0.90%; Max Tk. 5
    DESCO Prepaid 0.90%; Max Tk. 5
    West Zone Power
    Distribution Company
    0.90%; Max Tk. 30
    West Zone Power
    Distribution Company Prepaid
    0.90%; Max Tk. 30
    NESCO Postpaid 0.90%; Max Tk. 30
    NESCO Prepaid 0.90%; Max Tk. 30
    BREB Prepaid Up to Tk. 400: Tk. 5
    Tk. 401 – 1500: Tk. 10
    Tk. 1501 – 5000: Tk. 15
    Tk. 5000+: Tk. 25

    তবে নগদ এর মাধ্যমে সকল কোম্পানির বিল দেওয়া যায় না। শুধু যারা তাদের সাথে যুক্ত আছে বা ডিল করেছে আমরা শুধু সেই সকল কোম্পানির বিল দিতে পারব।

    বিল দেওয়ার পূর্বে অবশ্যই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স এবং আপনার বিলার নাম্বারটি ভালো করে চেক করে নিবেন। কেননা যদি ভুল করে আপনি অন্য কাস্টমারের নাম্বার দিয়ে বিল পেমেন্ট করেন তবে তা পেমেন্ট হয়ে যাবে তখন আর কিছু করা সম্ভব হবে না।

    শেষ কথা

    নগদ এর মাধ্যমে বিল দেওয়ার ফলে আপনার সময় ও কষ্ট দুটি বেঁচে যাবে। আর আপনি যদি একবার নগদ অ্যাপ থেকে বিল দিয়ে দেন তাহলে সেটি সেভ হয়ে থাকে ফলে পরবর্তী সময়ে আপনার বিল দেওয়া আরও সহজ হয়ে যাবে। তাই আর সময় ও কষ্ট না করে এখন থেকে নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করুন।

    আশাকরি আমাদের এই পোষ্টের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল  পেমেন্ট করতে হবে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *