Skip to content

Robi Number Check Code | রবি নাম্বার দেখার কোড

    আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হলেও কিভাবে রবি সিম নাম্বার জানতে বা চেক করতে হয় সেই সম্পর্কে কোন ধারণাই নেই।

    তাই আজকে আমরা জানবো রবি নাম্বার দেখার কোড সম্পর্কে যার দ্বারা অতি সহজে আমরা রবি নাম্বার দেখতে পারবো।

    রবি সিম নাম্বার দেখার কোড

    বর্তমান সময়ে গ্রামীণফোন ও অন্যান্য মোবাইল নেটওয়ার্ক এর পাশাপাশি রবিও জনপ্রিয়তা লাভ করছে। এখন অনেকেই রবি সিম ব্যবহার করে থাকে। আমরা সিম কার্ড ব্যবহার করলে অনেক সময় নিজেদের নাম্বার ভুলে যাই বা মনে রাখতে পারিনা।

    ফলে কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রয়োজনে নাম্বার কাজে লাগে তখন আমরা সমস্যায় পড়ে যায়। নাম্বার জানার জন্য অন্যদের সাহায্য নিতে হয়। তাই আমাদেরকে নাম্বার জানার পদ্ধতি জানতে হবে।

    রবি সিম নাম্বার জানা খুবই সহজ। রবি সিম দেখার জন্য USSD কোড ব্যবহার করতে হয়। বর্তমানে এই কোডটি মাত্র এক সংখ্যার তবে পূর্বে এটি পাঁচ সংখ্যার ছিল।

    রবি নাম্বার দেখার কোড

    রবি সিম নাম্বার ইউইসইসডি কোড (USSD Code)

    নতুন রবি নাম্বার দেখার ইউইসইসডি কোডটি হচ্ছে *2#। এখন কেউ যদি নিজের নাম্বার বা কোনো রবি সিমের নাম্বার জানতে চাই তবে তাকে ডায়ালার এই ইউএসডি কোড ডায়াল করতে হবে অতঃপর তার সামনে মোবাইলের স্ক্রিনের নাম্বার চলে আসবে।

    কেউ ইচ্ছা করলে রবির পূর্ববর্তী ইউএসএসডি কোড (*140*2*8#) ব্যবহার করতে পারেন এই কোডটি দিয়েও রবি সিমের নাম্বার দেখা যায়।

    Read More

     

    Robi Number Check USSD Code

    নতুন(New) *2#
    পুরাতন(Old) *140*2*8#

    এছাড়াও যারা স্মার্টফোন ইউজ করেন এবং একটিভ রবি অ্যাপ ব্যবহার করেন তবে এর মাধ্যমেও নাম্বার চেক করে নিতে পারেন।

    তবে একজন রবি গ্রাহক হিসাবে জেনে রাখা প্রয়োজন যে যদি কোন কারণে আপনার সিম অফিশিয়ালি লক করা হয় তবে তার নাম্বার ইউএসএসডি কোড ব্যবহার করলে জানতে পারবেন না। যদি কোনো গ্রাহক তার সিম তিন মাসের সময় এরও বেশি অব্যবহৃত রাখেন তবে তা রবি কর্তৃপক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়ে থাকে।

    তাই প্রতিটি গ্রাহকের উচিত যদি কোনো কারণে সিম নাম্বার অফ বা অব্যবহৃত রাখতে চান তবে সেটি যেন তিন মাস এর আগে অন্তত একবার হলেও ওপেন করে এবং যেকোনো একটি কল করেন। তবে তার সিম সচল থাকবে অন্যথায় তা অফিশিয়ালি ব্লক হয়ে যাবে।

    আশা করি আপনারা আমাদের এই পোষ্টের মাধ্যমে রবি নাম্বার চেক কোড সম্পর্কে জেনে নিয়েছেন। এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় যেকোনো কোড বা পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার রবি নাম্বার চেক করতে পারবেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *