Skip to content

নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Check

    বিকাশ ও রকেটের মতন নগদও একটি মোবাইল ব্যাংকিং সংস্থা। যা বাংলাদেশ পোস্ট অফিসের একটি উদ্ভাবনী এবং প্রতিশ্রুতিশীল ডিজিটাল আর্থিক পরিষেবা।

    এটি মাত্র আড়াই বছরে প্রায় ৫.৫ কোটি জনগণকে তার সেবার অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে যার ফলে নগদ খুবই অল্প সময়ে একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদাতা হিসেবে পরিচিত পেয়েছে।

    নগদ এর মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাশ আউট, মোবাইল রিচার্জ,সেন্ট মানি, বিভিন্ন বিল পেমেন্ট ইত্যাদি যাবতীয় কাজকর্মের সুবিধা ভোগ করতে পারবেন।

    আর ভালো করে নগদ ব্যাকিং এর সুবিধা নেওয়ার জন্য আমাদের কে নগদ একাউন্টের নিয়ম জানতে হবে। তাই আর দেরি না করে চলেন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট দেখার নিয়ম।

    নগদ একাউন্ট দেখার নিয়ম/ Nagad Account Check

    নগদ অ্যাকাউন্ট ২ভাবে দেখা যায়, আপনার যদি একটি স্মার্টফোন থাকে তবে আপনি ২ ভাবেই দেখতে পারবেন। কিন্তু যদি আপনার স্মার্টফোন না থাকে তবে আপনি শুধুমাত্র একটি উপায়ে দেখতে পারবেন।

    নগদ একাউন্ট দেখার নিয়ম

    নগদ অ্যাকাউন্ট চেক করার কিংবা দেখার নিয়ম হল ২ ভাবে, যেমন-

    1. ইউএসএসডি কোড ব্যাবহার করে
    2. অ্যাপ ব্যাবহারের মাধ্যমে

    এই দুইভাবে অ্যাকাউন্ট দেখতে কোন টাকা খরছ হবে না, কিন্তু অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট দেখতে চাইলে আপনার মোবাইলে এমবি থাকতে হবে। কিন্তু ইউএসএসডি এর মাধ্যমে দেখতে চাইলে কোন ডাটা প্রয়োজন নেই।

    Read More

    ১/ ইউএসএসডি কোড ব্যাবহার করে নগদ একাউন্ট দেখা

    আপনার মোবাইলটি যদি বাটন ফোন কিংবা আপনার যদি ইন্টারনেট না থাকে এই মাধম্যে অ্যাকাউন্ট দেখতে পারেন। আবার এমবি থাকলেও অনেক সময় নেটওয়ার্ক জনিত কারণে ইন্টারনেট কাজ করে না। সেই ক্ষেত্রেও আপনি এইভাবে অ্যাকাউন্ট চেক করতে পারেন।

    ইউএসএসডি কোড ব্যাবহার করে নগদ একাউন্ট দেখার জন্য আপনাকে *167# ডায়েল করতে হবে।

    নগদ একাউন্টের ইউএসএসডি কোড *167#

    এটা ডায়েল করলে আপনি নিচের মত একটি মেনু দেখতে পাবেন। এই মেনু থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে খুব সহজে কাজ করে নিতে পারেন।

    nagad ussd

    মেনুটি তে আসার পর খালি স্পেসে ১ থেকে ৮ এর মাঝে একটি নাম্বার দিয়ে রেসপন্স সেন্ড করতে হবে। নিচে ১ থেকে ৮ এ থাকা অপশন গুলো নিয়ে আলোচনা করা হল।

    1. Cash Out – টাকা উঠানোর জন্য এইখানে যেতে হবে
    2. Send Money – টাকা পাঠানোর জন্য মানে হল এক নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকা পাঠাতে এইখানে যেতে হবে
    3. Mobile Recharge – যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে হলে এই অপশনে যাবেন
    4. Payment – বিভিন্ন অনলাইন কেনাকাটা/ বিভিন্ন প্যমেন্ট সিস্টেমে পে করার জন্যে এইখানে যাবেন
    5. Bill Pay – গ্যাস বিল, পানি, বিদ্যুৎ বিল, ব্যাংক, ইন্টারনেটসহ ইত্যাদি বিল পরিশোধ করতে পারবেন এই অপশনে
    6. EMI Payment – বিভিন্ন EMI Payment করতে এই অপশনে যাবেন
    7. My Nagad – ব্যালেন্স দেখার জন্য কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ের জন্য এই অপশনে যাবেন
    8. Pin Reset – আপনার একাউন্টের পিন পরিবর্তন/রিসেট করতে এই অপশনে যাবেন

    এই অপশন গুলো সিলেক্ট করে রেসপন্স পাঠালে আরও অপশন আসতে পারে, তখন ওইখান থেকে আরও অপশন সিলেক্ট করে আগাতে হবে।

    ২/ NAGAD/নগদ অ্যাপ ব্যাবহারের মাধ্যমে

    আপনি চাইলে নগদ অ্যাপ এর মাধ্যমেও অ্যাকাউন্ট দেখা, টাকা চেক করা সেন্ড করা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন, এই ক্ষেত্রে আপনার মোবাইলে সচল ইন্টারনেট থাকতে হবে।

    • তারপর আপনার পিন নাম্বার দিয়ে লগিন করুন।
    • অনেক অপশন থেকে আপনার প্রয়োজন অনুসারে সিলেক্ট করে কাজ করতে পারেন।

    আশা করি আজকের পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নগদ একাউন্ট দেখা যায়, ইউএসএসডি কিংবা অ্যাপ এর মাধ্যমে আপনি তা দেখতে পারেন। তারপরও কোন জানার থাকলে নিচে কমেন্ট করুন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *